বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) নগরীর জাফরান রেস্তোরাঁয় এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: সহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, সঠিক সময়ে পদোন্নতি ও পদায়নসহ দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই, সব পৌরসভার প্রত্যেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে সন্মানের সাথে চাকুরী করতে পারেন। কর্মস্থলে বৈষম্য দুরীকরণ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করতে চাই। প্রধান অতিথী আরও বলেন, দেশের ৩২৯ টি পৌরসভায় ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে সুসংঘটিত এ সমিতি। দাবি আদায় ও জনকল্যাণে কাজ করছেন প্রত্যেক সদস্য। আমরা চাই, পৌরসভার নগরায়ণে সরকারের উন্নয়নে অবদান রাখতে। এছাড়া কাজের গুনগত মান নিশ্চিত করতে সকলকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনেরও আহবান জানান তিনি। বরিশাল বিভাগীয় সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জসীম উদ্দিন মিরণের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: আনোয়ার সাদাৎ হোসেন ভুইয়া, উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, সাবেক সভাপতি মো: আবু হানিফ, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (ঢাকা) মো: নওশাদ আলম ও যুগ্ন সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো: সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা জাহান তানিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: নাসরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগের সম্মেলন প্রস্তুত সদস্য সচিব মো: রাসেদ বিল্লাহ।