বাংলার কন্ঠস্বরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঝুঁকিপূর্ণ সবগুলো ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ করা হবে। দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট- শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। এগুলো নিয়ে কিছু করতে গেলেই কিছু মানুষ হেরিটেজের কথা বলে বাধার সৃষ্টি করে। তবে রোগীর জীবন বাঁচানোর স্বার্থে কোনো বাধাই আর মানা হবে না। রাজশাহী ও চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কথাও বলেন প্রধানমন্ত্রী। ২০১৩-২০১৫ সালে আন্দোলনের নামে বিএনপি সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে- অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এসব মানুষের জীবন বাঁচানোর স্বার্থেই সরকার সারাদেশের হাসাপাতালে বার্ন ইউনিট স্থাপন করে।