রমজানুল মোরশেদ,ঝালকাঠি জেলা প্রতিনিধি: বিএনপি এ দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হরতাল অবরোধের নামে তারা পেট্রোল বোমা মেরে এদেশের নারী ও শিশুদের হত্যা না করলে বাংলাদেশ ২০১৭ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তিত হতো। আমাদের দেশের উন্নয়নের ধারা সাড়া বিশ্বে আজ মিরাকেল হিসেবে পরিগনিত হয়েছে। শুক্রবার বিকেলে টায় ঝালকাঠির মুক্তমঞ্চে ডিজিটাল উদ্ভাবনি মেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন । জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, মোবারক হোসেন মল্লিক। কেবল মাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাকলেই এদেশে উন্নয়ন হয় দাবি করে মন্ত্রী আরো বলেন, আজ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষও আজ অনায়াসে ইন্টারনেট ব্যাবহার করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর কারনেই এটা সম্ভব হয়েছে। পরে ডিজিটাল উদ্ভাবনি মেলা অংশ নেয়া স্টল ও জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শ্রেষ্ঠ দপ্তরের মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।