দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইন উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলার কন্ঠস্বরকে জানান, সন্ধ্যায় মাইন উদ্দিন তার বাড়ি সংলগ্ন জমিতে সেচপাম্প মেরামত করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।