সম্প্রতি প্রদেশের বলদাবাজার-ভাটাপাড়া জেলায় লাচ্ছানপুর গ্রামে সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এরপর আদালত নিজ উদ্যোগে এই জনস্বার্থ মামলা শুরু করে।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তারা প্রতিটি পড়ুয়াকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের তিনটি ডোজ দিয়েছে। প্রতিটি বাচ্চাই ভালো আছে।
কিন্তু ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি বিভু দত্ত গুরু বলেছেন, সরকারের পক্ষ অবহেলা ছিল এবং ভবিষ্যতে মিড ডে মিল নিয়ে তাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ৮৪ জন শিক্ষার্থী ক্ষতিপূরণের অর্থ দিতে হবে সরকারকে।