ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সন্ধায় এসএসসি ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষায় বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের দায়ে বাটাজোর সোনার বাংলা ডিক্রি কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ আলীকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় কাচিনা উচ্চ বিদ্যালয়ের একজন ও বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের দুইজনকে এক বছরের জন্য বহিস্কার এবং দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব উপজেলা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসকে অব্যাহতি দেয়া হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার এসব রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্যাট কামরুল আহসান তালুকদার জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সালের ৯ এর (ক) ধারা এই আদেশ দেয়া হয়েছে।