ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় সাবিনা ইয়াসমিন (৪০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ সড়কে উপজেলার মাস্টারবাড়ি নাছিরগ্লাস ফ্যাক্টরীর সামনে। স্থানীয় সুত্রে জানাযায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক গাজীপূর জেলার শ্রীপূর উপজেলার মাওনা গ্রামের তুফাজ্জল হোনের স্ত্রী সাবিনা ইয়ামিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।