ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (৫মার্চ) শনিবার বিকালে ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকার প্রায় দেড় হাজার দর্শক বাংলাদেশ এশিয়াকাপ ফাইনাল খেলা দেখতে ডিস সংযোগের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। পরে তারা অভিলম্বে ওই এলাকায় বিচ্ছিন্ন করা ডিস সংযোগ পুনরায় চালু করার দাবীতে মহা সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। জানা যায় ওই এলাকার প্রায় দুই হাজার টেলিভিশন দর্শক স্থানীয় তানিয়া স্যাটেলাইট ক্যাবল অপারেটরের মাধ্যমে তাদের বাসা বাড়ী, দোকান পাট ও অফিস কার্যালয়ে বিটিভি সহ বিভিন্ন চ্যানেলের খবর, অনুষ্ঠান ও খেলাধুলা দেখে আসছিলেন। কিছুদিন যাবৎ ওই সংযোগটি বন্ধ থাকায় এলাকাবাসী টেলিভিশনের অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হওয়ায় মানব বন্ধন ও বিক্ষোভ করে। কর্মসূচীতে নেতৃত্ব দেন হাজী রফিকুল ইসলাম, আমির হোসেন ( আমু) আশরাফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রাজিব প্রমুখ।