ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (৩এপ্রিল) রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা ওয়াপদার মোড় নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ফায়ার সাভির্স কর্মীরা আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো ভালুকার সাদেক (৪০) মানিক (৩২) সাইদুল (৩০) শেরপুরের মোস্তাফিজুর (৪০) ও সুনামগঞ্জের আলতাফ (৭০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায় ময়মনসিংহ গামী সোনার বাংলা পরিবহনের বাস ঢাকা-মেট্রো-ব-১১-৪১৫৭ কে একই অভিমুখী শ্যামলী বাংলা পরিবহনের আর একটি বাস পিছন থেকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা টু এস বি এল ব্রিকস এর একটি ইট বোঝাই ট্রাক্টর ট্রলি সোনার বাংলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ ও ট্রাক্টরের ব্যাপক ক্ষতি হয়। এ সময় ট্রাক্টরের চালক ও দুই হেলপার ও দুই বাস যাত্রী আহত হয়। গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ভালুকা থানা পুলিশ শ্যামলী বাংলা পরিবহনের বাসটি আটক করেছে।