ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাবলিক হল রোডের সন্তোষ চন্দ্র মিত্রের শ্রী শ্রী রাধা গোবিন্ধ জিওর মন্দির থেকে সোমবার রাতে কে বা কারা রাধাকৃষ্ণের মূর্তি চুরি করে নিয়ে গেছে। জানাযায়, সোমবার ভোরে ওই বাসার সন্তোষ চন্দ্র মিত্র এর স্ত্রী প্রতিদিনের ন্যায় মন্দিরে পুজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙ্গা দেখতে পান। পরে ভিতরে প্রবেশ করে দেখেন মন্দিরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে রয়েছে । রাতের আধারে কে বা কারা আধাভরি স্বর্ণ সহ পিতলের তৈরী রাধাকৃষ্ণের মূর্তি চুরি করে নিয়ে গেছে । খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।