ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিহের ভালুকায় ১৭ মাসের শিশু কন্যা রাবেয়া কে জবাই করে হত্যা করে পিতা জামিল হোসেন (৩২) এর আত্তহত্যা । ঘঁটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ালিয়ার চালার বড়চালা গ্রামে ।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায় , আজ ৯ই ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে স্থানীয় প্রতিবেশীরা তাদের বাড়ীতে গিয়ে দেখতে পায় ঐ গ্রামের জামিল হোসেনের শিশু কন্যা রাবেয়া ( ১৭ মাস ) কে জবাই করা অবস্থায় ও তার পিতা জামিল (৩২) বুকে ছুরিকাঘাত অবস্থায় মুখে বিষ নিয়ে মূত অবস্থায় পরে আছে । স্থানীয় লোকজন খোঁজ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশে খবর দেয় । ভালুকা মডেল থানার ওসি ( তদন্ত) মোঃ হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে ঘঁটনাস্থল পরিদর্শন করে এবং নিহত ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । পুলিশ হত্যাকান্ড সম্পর্কে সাংবাদিকদের জানায় ময়নাতদন্ত ছারা হত্যার রহস্য বলা যাচ্ছে তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যা কান্ড ঘটতে পারে ।