ইতি শিকদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার মাহমুদপুর গ্রামে এক অভিযান চালিয়ে ৫শত ১২ পিছ ইয়াবা সহ ২ ব্যাক্তিকে আটক করেছে। ভালুকা মডেল থানা সাব ইন্সপেক্টর ফয়েজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রুকন ও সংগীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে উপজেলার মাহমুদপুর গ্রামের কুতুব উদ্দিনের পুত্র জুজন ওরফে জজ মিয়া (৩২) ও দক্ষিন চান্দরাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র রিমন (২৫) কে ৫ শত ১২ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরোদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং ৩২ তাং ২৮/২/২০১৬ দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।