বাংলার কন্ঠস্বরঃ
ময়মনসিংহ সদরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে আটকের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দাপুনিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম তিনি প্রকাশ করেননি।
“নাশকতার প্রস্তুতির গোপন খবর পেয়ে ওই বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তারা সবাই জেএমবি সদস্য।”
বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে অভিযান ও আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।