আন্তর্জাতিক ডেস্ক // মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশি আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।
বিবৃতি অনুযায়ী, ক্যামেরন হাইল্যান্ডসে দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি ছাড়াও ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমার, চারজন পাকিস্তানি, দুইজন ভারতীয়, দুইজন নেপালি এবং একজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।
অভিযানকালে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং দুই হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।