বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যেগে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকার নাকি স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমরা যখন সেই স্বাধীনতার ৫০ বছর পালন করছি তখন আমাদের অনুষ্ঠানে বাঁধা দেয়া হচ্ছে। তাহলে তারা কোন স্বাধীনতায় বিশ্বাসী? মুলত, তারা বিএনপিকে ভয় পায়।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের পর নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাব্বি দুলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও জেলা বিএনপির সম্পাদক হাফিজার রহমান বাবলা।
সাইকেল র্যালিটি লালমনিরহাটের শহীদ সোহরাওয়ার্দী মাঠ থেকে বের হয়ে কয়েক হাজার নেতা-কর্মীসহ বড়বাড়ী শহীদ আবুল কাসেম কলেজ মাঠে গিয়ে শেষ হয়।