ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী হাজির রোড এলাকার বস্তিতে ভ্যানচালক স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী রোজিনা আক্তার (২২) বিষপানে আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলার কন্ঠস্বরকে এ তথ্য জানান আত্মহত্যাকারী রোজিনার মা পারভীন আক্তার।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে রোজিনা তার স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোজিনা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের শিবপুর গ্রামে।
রোজিনার মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।