বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার মুলাদী উপজেলা থেকে দেশীয় পাইপগানসহ কাইয়ুম খান জিসান (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক কাইয়ুম খান জিসান মুলাদী উপজেলার তেরচর এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে।
সন্ধ্যায় র্যাব-৮’র পক্ষ থেকে ই-মেইলে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।