মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন হাওলাদারের বিরোদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আ’লীগ ও এর অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ। ওই ইউনিয়নের রহমানের হাট বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন অলি গলি প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যলয় সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সভাপত্বি করেন ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন সরদার, বক্তব্য রাখেন আ: মালেক মাষ্টার, সামছুল হক ডাক্তার, জাতীয় শ্রমিক লীগ নেতা বাবুল কাজী, যুবলীগ নেতা সোবাহান বেপারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাছুম সরদার, ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন হাওলাদার, ইউপি সদস্য আবুল কাসেম জমাদ্দার, আক্তার হোসেন হাওলাদার, ব্যবসায়ী ধলু দর্জি। প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন আ’লীগ ও এর অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মিসহ এলাকার শত শত মানুষ। বক্তারা বলেন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারের বিরোদ্ধে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে সমপ্রতি চেয়ারম্যানের জিম্মায় সুরক্ষিত রাখা জেলে কার্ডের চাল প্রশাসনকে দিয়ে জব্দ করিয়ে চেয়ারম্যান কে বেকাদায় ফেলতে মরিয়া ওই মহলটি। তারা আরো বলেন নবগঠিত জয়নগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় জেলে কার্ডের চাল চেয়ারম্যান জিম্মদার হিসেবে সুরক্ষায় তার নিজ বাড়িতে রাখেন। চেয়ারম্যান নিবার্চিত হওয়ার অল্পদিনের মধ্যেই এলাকায় রাসÍাঘাট, পুুল, ব্রিজ, কালভাট নির্মান সহ ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়াও সুষ্ঠ ুসন্দরভাবে বিভিন্ন কার্ডের চাল বিতরনসহ সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একটি মহল তার ভালো কাজের ঈর্ষাণীত হয়ে সুনাম নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ভাবে ষড়যন্ত করে যাচ্ছেন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষনা দেন বক্তারা। চেয়ারম্যান’র বিরোদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবি করে তা প্রত্যাহার করার দাবীও জানান। ইউপি সদস্য আবুল কাসেম বলেন আমার মিথ্যা বক্তব্য দিয়ে চেয়ারম্যানের বিরোদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। আমি চেয়ারম্যানের চালের বিষয়ে কোন সংবাদ কর্মীর কাছে কোন ধরনের বক্তব্য দেইনি। অথচ সংবাদে আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতেই প্রমাণীত হয় সংবাদটি একটি মহলের ভূলতথ্যের ভিত্তিতে এবং উদ্দ্যশপ্রনদীত।