মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ্যাডঃ এম হেলাল উদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্টায় কুয়েত সংস্থার এক বিশেষ ব্যক্তির অর্থায়নে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উলানিয়া ইউনিয়নের দক্ষিণ পুর্বষাট্রি স্কুল মাঠে বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সংস্থাটির উদ্যােগে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০কেজি চাল, ৫ কেজি সয়াবিন তেল, ৫ কেজি আলু, ৩কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ২ কেজি সেমাই, ২কেজি মুড়ি, ২ কেজি চিনি ও ২ কেজি লবণসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বিডিআর বিদ্রোহ ট্রাবুনালের সহকারি এটর্নি জেনারেল, ঢাকা মহানগর দায়রা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হোসাইন আজাদী,, মাস্টার সাইফুল ইসলাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আঃ রাজ্জাক, বরিশাল উত্তর জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ ফারুক খান, তাতী দলের সভাপতি ইউনুস জোবায়ের, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনায়েত হোসাইন, জামাল হাওলাদার প্রমুখ