মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও ইলিশা নদীতে ইলিশ ধরায় ৮ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভোরে চালানো এ অভিযানে জেলেদের কাছ থেকে ৫০ হাজার মিটার জাল, ১০কেজি মা ইলিশ জব্দ করা হয় বলে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, ভোরে ইলিশা ও কালাবদর নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরায় ৮ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়। ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান। আটক জেলেরা হলেন, ফারুক চৌকিদার, মোঃ রিদয়, মিন্টু মৃধা, ইমাম হোসেন, মোঃ মামুন, জসিম মোল্লা, হুমায়ূন কবির, মোঃ মাসুদ। মুছলেকা লিয়ে ছেড়ে দেলোয়ার (৯), চরগোপালপুর মোঃ নয়ন (১৩) আলীমাবাদ, মোঃ শাহীন (১২)। এদিন আরো ৩জন অপ্রাপ্ত বয়স্ক জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। মা ইলিশ রক্ষায় মেঘনা, কালাবদর, তেতুলিয়া, ইলিশা, গজারিয়া, লতা নদীতে অভিযান অব্যাহত রয়েছে; এতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ-পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।