নিউজ ডেস্ক।।
মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি এলাকায় শত্রুতার আগুনে পুড়লো সৈয়দ মামুন মীরের প্রায় দেড় লাখ টাকার খড়ের পালা। এতে করে তাদের গো খাদ্যর সংকট দেখা দিবে বলেও জানান। অল্পের জন্যে রক্ষা পেলো পাশের গরুর খামারটি। আজ শুক্রবার ভোরে মেহেন্দিগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে খড়ের পালা সম্পুর্ন পুড়ে ছাই। স্থানীয়দের ধারনা ভোররাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় খড়ের পালায়। সুত্র আরও জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে প্রতিবেশী একটি পরবারের সাথে। খড়ের পালার মালিক মামুন মীর বলেন, তাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে প্রতিবেশী মন্টু খার। মামুন মীর এর অভিযোগের তীর প্রতিবেশী মন্টু খার পরিবারের প্রতি। তার দাবী জমি বিরোধের জেরে এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন মন্টু খার পরিবার। এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান খড়ের মালিক।