মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
অভয়াশ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের মেহেন্দিগঞ্জের ১২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। রোববার (২০ অক্টোবর) রাতভর মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযানে তাদের আটক করা হয়। যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন বলেন, আটক ১২ জেলেকে রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান পরিচালিত মোবাইল কোর্টের কাছেসোপর্দ করা হয়। কোর্ট তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান তিনি। মা ইলিশ রক্ষায় মেঘনা, কালাবদর, তেতুলিয়া, ইলিশা, গজারিয়া, লতা নদীতে অভিযান অব্যাহত রয়েছে; এতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ-পুলিশ সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।