নিউজ ডেস্ক।।
হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের উপজেলা আওয়ামীলীগের সভাপতির বাড়ির উঠানে হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট থানার আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়।শনিবার দুপুর ১২ টার সময় তিন থানার যৌথ সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার।এ সময় উপস্তিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান লিটন,হিজলা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক আলহাজ কামাল উদ্দিন খান, কাজিরহাট থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান,মেহেন্দীগঞ্জ সদর চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ তিন থানার আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূর্খ।এ সময় যৌথ সভায় বক্তরা বলেন যে কোনো মূল্য এম পি পংকজ নাথকে বয়কট করতে হবে।তার অনিয়মের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হবে। হিজলা মেহেন্দীগঞ্জ কাজিরহাট থানায় পংকজ নাথ বাদে যাকে নমিনিশন দেয় আমরা তার সাথে আছি।এই প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলে।