বাংলার কন্ঠস্বর: রাজধানীর রমনা থানা এলাকা থেকে র্যাব সদস্য হালিমের (৪৫) কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ একটি মোবাইলফোন সেট নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ৠাব-১০ এর ডিএডি আবু নাঈম বাংলার কন্ঠস্বরকে জানান, হালিম ৠাব-১০ এ এএসআই হিসেবে কর্মরত। তিনি ছুটি নিয়ে পাবনা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি রমনা থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পরেন।
তিনি বলেন, রমনা থানা পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে রাজারবাগ থেকে বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তবে কখন তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পরেন বিষয়টি জানতে পারেননি ডিএডি।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।