বাংলার কন্ঠস্বরঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।
RELATED STORIES
আচরণবিধি লঙ্ঘন: বরগুনার এমপি রিমনের বিরুদ্ধে মামলা
রূপগঞ্জের ওসিকে প্রত্যাহার
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এ সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতিও।
তিনি নির্বাচনী এলাকায় গিয়ে গত ২৫ মার্চ তানোর উপজেলায় এক অনুষ্ঠান শেষে ইউপি প্রার্থীদের নিয়ে কার্যক্রম চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সাংসদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে শো’কজ নোটিস দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কারণ নোটিসের জবাব দিতে বলা হয়েছে।”
এর আগে আচরণবিধি লঙ্ঘনের জন্য ক্ষমতাসীন দলের সাংসদ বরগুনা-২ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা করা হয়।
আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটের কথা রয়েছে।ইতোমধ্যে দুই ধাপের ভোট শেষ হয়েছে। আরও চার ধাপের ভোট হবে ৪ জুনের মধ্যে।
সংসদ সদস্যদেরকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।
প্রভাব খাটানোর অভিযোগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ওসিকেও সরিয়ে দিয়েছে ইসি।