রমজানুল মমোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ যুব মহিলালীগের সম্মেলন আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি-১ আসনের আলহাজ্ব বজলুল হক হারুন এম পি মহদয়ের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, ঝালকাঠি জেলা আওয়মীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লা পনির, ঝালকাঠি জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সুলতান হোসেন খান, নবনির্বাচিত ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি জেলা আওয়মীলীগের বিজ্ঞানও প্রযুক্তি সম্পাদক এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিলন মাহামুদ বাচ্চু, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এ্যাড. এইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। প্রধান বক্তার বক্তব্য রাখবেন যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শারমিন মৌসুমী কেকা। সভাপতিত্ব করবেন ঝালকাঠি জেলা যুব মহিলালীগ সভাপতি লুৎফুন নাহার লুনা। অনুষ্ঠানের আয়োজনে ও সার্বিক সহযোগীতায় থাকবেন নাছরি সুলতানা মুন্নি ও আবিদা সুলতানা খসরু। সম্মেলনে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।