রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের কমিটির সভাপতি নাসরিন সুলতানা মুন্নি ও সেক্রেটারি আবিদা সুলতানা খসরুর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলা কমিটির সেক্রেটারি শারমিন মৌসুমী কেকা এ নাম ঘোষণা করেছেন। কমিটি ঘোষনা উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলা কমিটির সেক্রেটারি শারমিন মৌসুমী কেকা, জেলা সহ সভাপতি নাসিমা কামাল, সানজিদা আক্তার ববি, মিনারা বেগম মিনু ও দিলারা পারভিন প্রমুখ। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।