রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাথী আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও এলাকা থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সাথী ওই এলাকার ইব্রাহীম বেপারির মেয়ে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়
রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।