গাইবান্ধার প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় লাউয়ের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুলাল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা গেট এলাকা থেকে শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক দুলাল মণ্ডলের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর (আটাপাড়া)নামক এক গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, লাউয়ের ভেতরে ফেনসিডিল নিয়ে হিলি সীমান্ত থেকে দীপ্তি এন্টারপ্রাইজের এক বাসে করে দুলাল মণ্ডল ঢাকা যাচ্ছিলেন। বাসটি তল্লাশি চালিয়ে লাউয়ের ভেতর ৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।