স্টাফ রিপোর্টার ॥ লোকজ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরিশালে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ করে নিয়েছে বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখা। বুধবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত আয়োজনে রবীন্দ্র, নজরুল, লালন, হাছন, মুর্শিদী, ভাটিয়ালী, আঞ্চলিক, পুরোন দিনের গান, লোক নৃত্য ও শুভেচ্ছা বিনিময় ছিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শান্তি দাস। সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল-৩ সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান,
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, সচিব প্রফেসর মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আহসান হাবিব, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, আক্কাস হোসেন, জীবন কৃষ্ণ দে, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, কবি আসমা চৌধুরীসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সংগীত পরিবেশন করবেন অধ্যাপিকা দীপ্তি রানী ঘোষ, বিএম কলেজ শিক সঞ্জয় হালদার, সাঈদ পান্থ, অধ্যাপক বিনয় কৃষ্ণ হালদার, অমিতা ঘোষ, বাসুদেব শর্মা, জ্যোতির্ময় রায়, পূবা সরকার, প্রীথি ঘোষ, প্রমিতা ঘোষ, মাধুরী, সুপ্তি অনু, শতাব্দি রায়, দিপীকা বড়াল, তুলি প্রমুখ।