ঢাকাঃ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যৌথসভায় উপস্থিত আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ , সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈয়মূও আলম খন্দকারসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ প্রচার সম্পাদক ইমরান সালেহ পিন্স, দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র, সভাপতি মুনির হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, জেটেবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র এ বি এম রুহুল আমীন আকন্দ প্রমুখ।