বাংলার কন্ঠস্বরঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে’ শরীয়তপুর সদরে স্ত্রীসহ এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে একদল মুখোশধারী।
সোমবার গভীর রাতে আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষানচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শামসুল হক মোড়ল ও তার স্ত্রী আমিন নেছাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামসুল হক মোড়ল ও স্থানীয়রা জানান, আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থক হলেন সোনামদ্দি মোড়লের ছেলে শামসুল হক মোড়ল।
গভীর রাতে একদল মুখোশধারী ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে জানান শামসুল।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আহত আমিন নেছার মামা আব্দুর রব বলেন, “আসন্ন আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাগিনি ও তার স্বামী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারকে সমর্থন করার কারণে এ হামলা হয়েছে।”
পালং মডেল থানার ওসি খলিলুর রহমান বলেন, মুখোশপরা হামলাকারীরা স্বামী-স্ত্রী দুজনকে কুপিয়েছে, তারা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে।
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।