শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের সামনের শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
মামুনুর বলেন, অবৈধ এসব দোকানের কারণে পার্কে শিশুরা প্রবেশ করতে পারে না। তাছাড়া এসব দোকান ও স্থাপনার আড়াল থেকে নারীদের ব্যাগ ছিনতাইসহ নানা কর্মকাণ্ড ঘটে। পার্কে অবাদ যাতায়াত নিশ্চিত করতেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে দেয়া হয়েছে।
দোকানীদের মালামাল সরিয়ে নেয়ার জন্য দুদিন আগ থেকেই বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মুখে বললেও কেউ মালামাল সরায়নি। এর আগেও বেশ কয়েকবার স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযান শেষ হতেই তা আবার দখল হয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।