বাংলার কন্ঠস্বর: এপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চারদফা দাবি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মেনে নেওয়া না হলে লাগাতার আন্দোলন ও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির মহাসচিব ইয়াত আলী খান।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
চারদফা দাবির মধ্যে রয়েছে- তাদের চাকরি জাতীয়করণ, বিনা শর্তে নতুন স্কেলে অন্তর্ভূক্তিকরণ, অবসর কল্যাণ ট্রাস্টের টাকা ৬ মাসের মধ্যে প্রাদন ও অনুদান শব্দ বাদ দিয়ে (বেতন ভাতা বাবত সরকারি অংশ) সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সহ-সভাপতি মাহমুদা খানম, যুগ্ম মহাসচিব ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদস্য মিজানুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।