বাংলার কন্ঠস্বরঃ
সাম্প্রতিক কয়েক ঘটনার প্রেক্ষাপটে শিশু হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, “শিশু হত্যার প্রবণতা বেড়ে গেছে। কেন এই জিঘাংসা? পরিবারের একটি ছোট ঘটনার জন্য একটি শিশুকে কেন হত্যা করা হবে?
“এই শিশু হত্যার ঘটনায় আমি ধিক্কার জানাই। যারা শিশু হত্যার সাথে জড়িত, আমি আশা করি আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ শাস্তি দেবে।”
সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল, যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
তার আগে গত বছর সিলেটে রাজন, খুলনায় রকিব নামে দুই শিশুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনাও ছিল আলোচিত।
শিশু হত্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা।
“যারা পালিয়ে গেছে তাদের ধরিয়ে দিন,” দেশবাসীর উদ্দেশে বলেন তিনি।