বাংলার কন্ঠস্বর: সরকারদলীয় লোক ও পুলিশের দ্বারাই নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
খালেদা জিয়া বলেন, এ অবৈধ সরকারের আমলে অফিস- আদালত, ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নন। সরকারদলীয় লোক ও পুলিশের দ্বারাই নারীরা নির্যাতিত হচ্ছেন। এদের ধরা হচ্ছে না, বিচার করা হচ্ছে না বলেই নারী নির্যাতন বন্ধ করা যাচ্ছে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।
এ সময় কয়েকশো নারীর উপস্থিতি ছিলো ও তারা ফুল দিয়ে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানান।