রমজানুল মোরশেদ, ঝালকাঠি প্রতিনিধি : পয়লা বৈশাখকে সামনে রেখে নতুন রূপে সেজেছে ঝালকাঠির পোশাকের দোকান গুলো। সপ্তাহখানেক পর বাঙালির প্রাণের উৎসব। বাংলা বর্ষবরণের দিনটিকে সামনে রেখে দেশীয় পোশাকের দোকান গুলোতে বেড়েছে বেচাকেনা। ঝালকাঠির একাধিক মার্কেট ঘুরে দেখা গেছে, পোশাকের দোকানগুলোতে ছেলেদের লাল, সাদা, হলুদসহ বাহারি রংয়ের পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট বাজারে এনেছে। এদিকে মেয়েদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, টপস, থ্রি-পিস। এছাড়া বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক। এই উৎসবকে সামনে রেখে ক্রেতারাও ছুটছেন দেশীয় পোশাকের দোকান গুলোর দিকে। সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ঝালকাঠির খান সুপার মার্কেটে এসেছেন সড়ক ভবন এলাকার তানজিলা চৌধুরী। তিনি বলেন, নতুন ডিজাইনের থ্রি-পিস এবং শাড়ি কেনার জন্য মার্কেটে এসেছি। এখানে আমাদের সামর্থের মধ্যেই পোশাক পাওয়া যাচ্ছে। বৈশাখের আয়োজনে হাসনাহেনা, মৌ, দোয়েল, গোমটা, পোশাক মিউজিয়াম, বৌরানী সহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে ছেলেদের জন্য পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এনেছে এবং মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ, শাড়ি, মেয়েদের ব্যাগ সবই রয়েছে। প্রতিটা ডিজাইনের পোশাকের সঙ্গে মিলিয়ে মেয়েদের পার্টি ব্যাগও পাওয়া যাচ্ছে। বাচ্চাদের জন্যও রয়েছে পাঞ্জাবি, টপস, শার্ট, টি-শার্ট, ফ্রক সহ বিশাল আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে পোশাকের দোকান গুলোর ‘রং’ সেজেছে নতুন সাজে। গত ২০ মার্চ থেকে পোশাকের সব বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে বৈশাখী পোশাক। পাওয়া যাবে পুরো বৈশাখ মাস। উপহার সামগ্রীর দোকানগুলোতে রয়েছে নানা ডিজাইনের মগ। এছাড়া জুয়েলারীর দোকান গুলোতেও পড়ছে ক্রেতাদের ভীড়। কথা হয় আল মারজান সুপার মার্কেটের মৌ ফ্যাশন হাউসের কর্ণধার লিটু ভাইর সঙ্গে। তিনি বলেন, ‘বৈশাখ সমগ্র বাঙালির উৎসব । আর এ উৎসবকে সামনে রেখে নানা ডিজাইনের পোশাক সংগ্রহ করা হয়েছে। পয়লা বৈশাখ যত ঘনিয়ে আসছে তত বিক্রি বাড়ছে। খান সুপার মার্কেটের ‘একুশে ফ্যাশন ’ হাউসের বিক্রেতা বলেন, পহেলা বৈশাখে সাদাকালোর পোশাক খুব একটা বেশি বিক্রি হয় না। তারপরও গত এক সপ্তাহ থেকে আমাদের দোকানে বিক্রি বেড়েছে। মূলত বৈশাখকে ঘিরেই ক্রেতারা এখন বাজারে আসছে।