বাংলার কন্ঠস্বরঃ খবরের শিরোনামটা শুনে অনেকেই অবাক হবেন। কিন্তু অবাক হবার কিছু নেই। কারণ সানি এখনও বেঁচে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যদি সানি লিওন সুস্থ থাকেন তাহলে মৃত্যুর কথা কেনো আসলো!
আসলে ব্যাপারটা হচ্ছে, সানি ভক্তরা হয়তো তার অভিনয় করা ‘এক পেহেলি লিলা’ সিনেমাটির কথা মনে রেখেছেন। সেখানে সিনেমার শেষে মারা যান সানি লিওন। আর সেই দৃশ্যটাই নাকি মেনে নিতে পারেননি তার ভাই আমেরিকা প্রবাসী সন্দীপ সিংহ। তাই ছবিটা দেখতে বসেও তা শেষ করেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে সানিকে প্রশ্ন করা হয়, তার অভিনয় কি তার ভাই দেখেন? তার উত্তরে নায়িকা জানিয়েছেন, ও একেবারেই বলিউডের ছবি দেখে না। তাও আমি এক পেহেলি লীলা দেখতে বলেছিলাম। কিন্তু ও আমাকে বলল, এমন কোনো ছবি আমায় দেখতে বলিস না, যেখানে শেষ পর্যন্ত তুই মারা যাবি।
এ বিষয়ে সানি বলেন, আসলে আমরা বাবা-মাকে একদম সামনে থেকে মারা যেতে দেখেছিলাম। সে কারণ অনস্ক্রিন হলেও আমার মৃত্যু ভাই সহ্য করতে পারবে না।