অনলাইন ডেস্ক // সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে প্রায় ৩ কেজি গাঁজাসহ যুবক আব্দুল আলিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাবনার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এবি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উল্লেখিত স্থানে একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় ওই যুবক যাত্রীবাহী একটি বাস থেকে নামার সাথে সাথে ২ কেজি ৮’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।