বাংলার কন্ঠস্বরঃ সিরাজগঞ্জ সদর পৌরসভার নব-নির্বাচিত বিএনপি ও বাসদের চার কাউন্সিলর আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ছয় পৌরসভার নব-নির্বাচিত মেয়রদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
এরা হলেন, তিন নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আমিনুল ইসলাম, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইয়ার আলী এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. মমতা খাতুন।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা এ তথ্য জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।