বাংলার কন্ঠস্বরঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসের বৃহৎ অংশকে সিসি টিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কঠোর ভাবে নিরাপত্তা রক্ষা করা জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমির পাঠাজনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন, সেমিনার কক্ষ, বিজ্ঞান গবেষণাগার, বিভাগ ও দফতরগুলো এর আওতা আনা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু হতে যাচ্ছে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।