নিজস্ব প্রতিবেদক // গ্লো এন্ড লাভলি ক্যারিয়ারস এর সহযোগিতায় উজ্জ্বলা’র উদ্যোগে নগরীর বিউটিশিয়ান ও বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করা নারীদের নিয়ে সেইফ বিউটি ওয়ার্কশপ করেছে। গতকাল বিডিএস ক্লাবের সেন্ট পিয়ার মিলনায়তনে ৯১ জনের অধিক নারী এই ওয়ার্কশপে অংশ নেয়। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দিন ব্যাপী এই ওয়ার্কশপে অংশ নেয় তারা। ওয়ার্কশপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আদিত্ব শোম এবং ডা. শারমিনা হক। তাদের সাথে অনলাইনে মডারেটর হিসেবে আরো যুক্ত ছিলেন আফরোজা পারভীন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ার্কশপ শেষে অংশগ্রহন কারীদের সনদ প্রদান করা হয়। বিউটিশিয়ানদের দক্ষ এবং স্বাস্থ্যসম্মত ভাবে রূপচর্চার বিষয়ে প্রশিক্ষিত করাই এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য বলে অভিমত ব্যক্ত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।