প্রতিবেদনে বলা হয়, এখনো বহু মানুষ নিখোঁজ। ভ্যালেন্সিয়া কার্যত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো বহু জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজ চলছে।
গত মঙ্গলবার প্রবল বৃষ্টির পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সেদিন একদিনেই এক বছরের পরিমান বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। বৃষ্টির জন্যই উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে প্রশাসন।
ভ্যালেন্সিয়া এবং ক্যাসেলন অঞ্চলের মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৯৭৩ সালে শেষ এমন বন্যা দেখেছিল স্পেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বহু মানুষ এখনো নিখোঁজ। বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো বিদ্যুৎ নেই। নেই খাওয়ার জল। গাড়ি, ট্রাক, বাস ভেসে গেছে জলের তোড়ে। বহু মানুষ স্থানীয় পুলিশ স্টেশন, দমকলের দপ্তরে গিয়ে আশ্রয় নিয়েছেন।