বাংলার কন্ঠস্বরঃ রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে বাসচাপায় সোনালী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোনালীর বাবা জাকির হোসেন জানান, জেএসসিতে এ প্লাস পাওয়া সোনালী তেজগাঁ সরকারি গালস স্কুলে ৯ম শ্রেণিতে ভর্থি হতে সকালে বাসা থেকে বের হয়। হাইকোর্টের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগথির ৮ নম্বর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৩২৮) তাকে চাপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়।
তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে।
ঘটনাস্থল থেকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাংলার কন্ঠস্বরকে জানান, দ্রুতগতির ৮ নম্বর পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় ওই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। লাশ এখনও ঘটনাস্থলে পড়ে আছে।
সার্জেন্ট বাংলার কন্ঠস্বরকে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।