ঢাকা: রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোড থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মনেশ্বর রোডের দু’টি বাড়ির (হাউজ নং ৪২/৪ ও ৪২/গ) সীমানা প্রাচীরের মাঝের ফাঁকা স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, চুরি করতে গ্রিল বেয়ে উপরে উঠতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।