বাংলার কন্ঠস্বরঃ
মাদক, সন্ত্রাস, চাদাবাজি, ডাকাতি, ইভটিজিংসহ সকল ধরনের সামাজিক অনাচারের প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্দ্যেগে স্থানীয় কাউরিয়া বন্দরে এ কর্মসূচি পালন করা হয়।
গুয়াবাড়িয়া ইউনিয়নের জনগণের শতষ্ফুর্ত উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মানববন্ধন প্রস্তুতি কমিটির আহবায়ক ও হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়নের পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, শিক্ষাবিদ মাষ্টার নির্মল কান্তি দাস বিমু, মাষ্টার নেয়ামত উল্লাহ, তালাৎ মাহমুদ নিপু, মোঃ আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা মাষ্টার মহিউদ্দিন সরদার, আলী আহম্মেদ হাওলাদার, মজিবুর রহমান তালুকদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।