শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র আয়োজনে তার ছেলে দানিব বিন ইকবাল ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু’র নেতৃত্বে সাইকেল দলটি পদ্মা সেতুর অভিমুখে যাত্রা শুরু করেছে।
নতুন এ কর্মসূচির উদ্বোধন করেন,জেলা প্রশাসক মো.পারভেজ হাসান। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দানিব বিন ইকবাল বলেন,প্রধানমন্ত্রীর সাহসিকতার কারণেই আজ পদ্মা সেতু বাস্তবে পরিণত হয়েছে। পদ্মা সেতুর কারণে শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ সবদিক থেকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা স্বরুপ ১০১ টি সাইকেল নিয়ে পদ্মা সেতু অভিমুখে র্যালী বের করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সকল ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এই সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নতুন দ্বার উন্মোচিত হবে।