চট্টগ্রাম প্রতিনিধি: গভীর সাগরে একটি ট্রলারে বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার ভোররাতে পরিচালিত এ অভিযানে ট্রলারের মালিকসহ আটজনকে আটকও করা হয়। ট্রলারটিও র্যাবের হাতে আটক রয়েছে।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলার কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি জানান, বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে সড়কপথে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় সম্প্রতি পাচারকারী চক্রটি সমুদ্রপথকেই বেছে নিয়েছে নিরাপদ রুট হিসেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।