চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে স্থানীয় পশ্চিম হোসেন আহমদ পাড়ার আবুল হাশেমের ভাড়াটিয়া জিয়াউর রহমানের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের এএসপি মিমতানুর রহমান জানিয়েছেন, আনোয়ারার গহিরা ইসমাইল মিয়াজীর বাড়ির আলীর ছেলে জিয়াউর রহমান (৩০) মাদক ক্রয়-বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোনের সেট, একটি সিম ও নগদ ২৩০ টাকা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
গ্রেফতার আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মিমতানুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।