বাংলার কন্ঠস্বরঃ কোন কারন ছাড়াই অহেতুক পুলিশী হয়রানী, বৈধ কাগজ পত্র দেখানোর পরও অভিযানের নামে জরিমানা আদায়। এলাকা ভিত্তিক সন্ত্রাসী ও চাদাবাজদের বেপরোয়ার চাদাবাজীর হাত থেকে রক্ষা পেতে নগরীর ডায়গনষ্টিক সেন্টার, নাসিং হোম, মেডিকেল সার্ভিসেস সহ বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্টানের সম্বনয়ে বরিশাল ডায়গনষ্ঠিক ল্যাব ওয়ার্নাস এ্যাসোশিয়সন নামের আতœ প্রকাশকারী সংগঠনের পূর্নাঙ্গ কমিটি আগামী ১২ ফ্রেবুয়ারী গঠিত হবে। পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোশিয়সনের সভাপতি নগরীর বিশিষ্ট ব্যবসায়ী বেলভিউ সার্ভিসে (প্রা:) লিমিটেড এর চেয়ারম্যান কাজী মফিজুল ইসলামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ডায়গনষ্টিক সেন্টার ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্টান মালিকদের ওয়ার্নাস এ্যাসোশিয়নের সদস্য হওয়ার জন্য ফরম পাঠানো হয়েছে। নির্দিষ্ট ঐ ফরম পুরন করে আহবায়কের নিকট ১২ ফ্রেবুয়ারীর পূর্বে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় নতুন এ এ্যাসোশিয়সনের সদস্য অন্তর্ভূক্ত হওয়া যাবে না বলে আহবায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।